top of page
Shikor eid greetings.jpg

ঈদ হোক মানবতার পথে সার্বজনীন আনন্দ উৎসব

 

খুব ভোরে ঘুম ভেঙে যায়,চারদিকে কেমন একটা খুশির আমেজ।তাড়াতাড়ি মায়ের ঘরে উঁকি মেরে দেখি মা ব্যস্ত আছেন জর্দা সেমাই রান্নায়।বাবা,চাচা আর ভাইয়েরা সবাই গোসল সেরে গায়ে আতর মাখছে,নতুন পাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে এক্ষুনি ছুটবে জায়নামাজ হাতে ঈদগাহ  ময়দানে। ব্যস্ত হাতে শুরু হয়ে গেলো ঘর গুছানো।লুকিয়ে রাখা ঈদের জামা টা কখন পরবো আর মুরুব্বিদের সালাম করে পাবো ঈদি বা সালামি এটা ভেবেই কাজের গতি আরো দ্বিগুণ হয়ে যায়।তাছাড়া মেহেদী পরা,বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া,আত্মীয় স্বজনের বাড়ি বেড়ানো এবং সারাদিন ইচ্ছামতো খাওয়া ও আনন্দ করা ভাবতেই মন খুশিতে আত্মহারা হয়ে যায়।
ঈদ মানেই এমন সুন্দর চিত্র সবার ঘরে ঘরে।প্রতিটি মুসলিম পরিবারে ঈদ এমন করে অপার আনন্দ বয়ে নিয়ে আসে।ঘুচিয়ে দেয় সব ভেদাভেদ।

প্রাণের উচ্ছ্বাস, আবেগ সমষ্টিগতভাবে যখন পালিত হয় তখনই সেটা সার্থকতা পায়।মানুষের জীবনে উৎসব অত্যন্ত প্রয়োজনীয় একটি মানসিক চাহিদা।উৎসব হতে পারে ধর্মীয়, সাংস্কৃতিক বা যে কোনো গ্রহণ যোগ্য বিষয় নিয়ে।

해당 언어로 게시된 게시물이 없습니다.
게시물이 게시되면 여기에 표시됩니다.
bottom of page